ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার বাইরের বার্ন ইউনিটেও নজর দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ঢাকার বাইরের বার্ন ইউনিটেও নজর দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট নয়, ঢাকার বাইরের বার্ন ইউনিটগুলোর প্রতিও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দু’টি সংগঠনের পক্ষ থেকে দুই লাখ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা পাওয়ার পর সরকারের বিভিন্ন সংগঠনের প্রতি তিনি এ আহ্বান জানান।



‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ অর্থ প্রদান করে ‘সেভ লাইফ ফাউন্ডেশন’ ও ‘গিফট লাইফ ফাউন্ডেশন’ নামে দু’টি সংগঠন।

চ্যারিটি শো’র মাধ্যমে এ অর্থ আয় হয় বলে জানান আয়োজকরা।

সংগঠন দু’টির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এবং আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢামেক হাসাপাতালের সহকারী অধ্যাপক ডা. সোহেলী আহেমদ সুইটি।

অধ্যাপক সামন্ত লাল বলেন, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, রংপুরেও বার্ন ইউনিট রয়েছে। ওরাও অনেক গরিব-অসহায় রোগীর চিকিৎসা করে। তাই ওইসব বার্ন ইউনিটের অবকাঠামোগুলোও শক্তিশালী করাসহ আরও বেশি আধুনিকায়ন প্রয়োজন।

ঢাকার বাইরের বার্ন ইউনিটগুলোকে শক্তিশালী করতে পারলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ওপর চাপ কমবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জন্য এ অর্থ দেওয়ায় সংগঠন দু’টিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ অর্থে ইউনিটের জন্য কিছু আধুনিক যন্ত্রপাতি কেনা হবে।

জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ রোগ প্রতিরোধে সবার আগে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। রোগ সম্পর্কে সচেতন হলে সহজেই তা প্রতিরোধ সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হারুন অর রশীদ, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. এমএ সামাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।