ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বিসিএস প্রশ্ন নিয়ে পালানোর চেষ্টায় ২ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
বিসিএস প্রশ্ন নিয়ে পালানোর চেষ্টায় ২ বছরের কারাদণ্ড

খুলনা: খুলনায় বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে পালিয়ে যাওয়ার সময় শরিফুল ইসলাম বাবু নামে এক যুবককে আটক করার পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক উন নবী তালুকদার এ সাজা দেন।



শরিফুল ইসলাম বাবু ছাত্রলীগের একজন কর্মী বলে জানা গেছে।  

শুক্রবার (০৬ মার্চ) বিকেল সোয়া ৩টায় নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদার বাংলানিউজকে জানান, বিসিএস প্রশ্নপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবুকে আটক করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ছিলেন না।
এদিকে, খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি অহেদুজ্জামান ডলার বাংলানিউজকে বলেন, শরিফুল ইসলাম বাবু কমার্স কলেজ ছাত্রলীগের কর্মী। তবে কোনো পদে নেই। দলের মিছিল-মিটিং করেন। তিনি এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন।

তিনি বলেন, আমার ছোট ভাইয়ের পরীক্ষা থাকায় আমি পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে ছিলাম। ওই সময় বাবু আটক হয়।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত ও খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল বিকেলে কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।