নাটোর: নাটোরে যুবলীগ নেতা সিরাজ শিকদার হত্যার ঘটনায় ইমান আলী (২৯) ও জাহাঙ্গীর হোসেন (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের ডোমপাড়া মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটক ইমান আলী ডোমপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং জাহাঙ্গীর হোসেন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের ঝাউতলা এলাকায় যুবলীগ নেতা সিরাজ শিকদারকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। শুক্রবার জুমআ’র নামাজের পর পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে, তার মরদেহ গাড়িখানা গোরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫