লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহত নারী মিনরা বেগমের (৪৫)মারা গেছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন মিনরা বেগম।
মিনরা বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আবদুর রহিমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মিনরা বেগম। এ সময় তিনি চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছালে একটি আটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের একটি গাছের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫