ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সবুজ বাংলাদেশ গড়তে ‘ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ’ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সবুজ বাংলাদেশ গড়তে ‘ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ’ অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ‘ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ’ পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।
 
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ভবনের ‘ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ’ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


 
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
 
শ্যাম সুন্দর সিকদার বলেন, একজন মানুষ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার চারপাশ এমনিতেই পরিচ্ছন্ন থাকে। আশা করছি, সব সময় আমরা নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো। এতে করে আমরাই বাংলাদেশকে সবুজ ও পরিচ্ছন্ন করে তুলতে পারবো।  
 
তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই।
 
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নিজে পরিচ্ছন্ন থাকলে সমাজ ও দেশ পরিচ্ছন্ন থাকবে।
 
তিনি বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ বাস্তবায়ন করতে একজন মানুষের পরিচ্ছন্ন কাজে বছরে কম পক্ষে ৫০ ঘণ্টা অথবা সপ্তাহে একঘণ্টা সময় ব্যয় করা উচিৎ।
 
দেশের সবাই এ ধারণা নিয়ে কাজ করলে অতি অল্প সময়ের মধ্যে আমরা নিজেরাই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে পারবো বলেও মন্তব্য করেন তিনি।
 
এসময় পরিচ্ছন্ন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের জন্য বিসিসি’র ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার ট্রেনিং প্রকল্পের শিক্ষার্থীদের শপথ পাঠ করান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প কর্মকর্তা জাবেদ আলী সরকার।
 
শপথ নেওয়ার পর প্রকল্পের ট্রেনি শিক্ষার্থীরা ভবনের নিচে নেমে রাস্তায় পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বাসুদেব সরকার জানান, করপোরেশনের পক্ষ থেকে এ কর্মসূচিতে প্রায় ৭০ জন পরিচ্ছন্ন কর্মী অংশ নিয়েছেন।
 
আগারগাঁওয়ের বিসিস ভবনের সামনে থেকে শুরু হয়ে পরিসংখ্যান ভবন পর্যন্ত পুরো রাস্তায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
 
‘ক্লিন বাংলাদেশ’ পরিচ্ছন্নতা অভিযান প্রোগ্রামে এসময় আরও উপস্থিত ছিলেন লেবারেজিং আইসিটি ফর গ্রোথ ইমপ্লিমেন্ট অ্যান্ড গর্ভনেন্স (এলআইসিটি) প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম, প্রকল্পের দলপ্রধান মো. ফখরুজ্জামান, প্রকল্পের ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সরকার আবুল কালাম আজাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।