ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ৩০ জনকে ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতাল কর্মসূচিতে পেট্রোলবোমা হামলায় তারা দগ্ধ হন।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে হাসপাতালের বার্ন ইউনিট কনফারেন্স রুমে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দগ্ধ ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।
বৃত্তান্ত’৭১ ফাউন্ডেশন এবং গ্যালারি চিত্রক-এর যৌথ আয়োজনে দেশের ৫০ জন চিত্র শিল্পীর আঁকা ছবি ‘মানবতার পক্ষে, সহিংসতার বিরুদ্ধে চিত্রকর্ম’ প্রদর্শনী থেকে এ অর্থ সংগ্রহ করা হয়।
আয়োজকরা জানান, বার্ন ইউনিটে ভর্তি রোগীদের মধ্যে ৩০ জনকে ৫০ হাজার টাকা করে এ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বিএনপি যে ক্ষোভ নিয়ে আন্দোলন করছে, তা কোনো আন্দোলন নয়। সাধারণ মানুষকে পুড়িয়ে মারা কোনো আন্দোলন হতে পারে না। এক সময় আমরাও বিরোধী দলে ছিলাম, এ ধরনের আন্দোলন এর আগে দেখিনি। ভবিষতেও এ ধরনের আর কোনো সহিংসতা আমরা দেখতে চাই না।
তিনি বলেন, যারা মনে করছে অভিজিতকে হত্যা করে যুব সমাজকে দমিয়ে রাখা যাবে, তারা ভুল করছে। হত্যা ও গুপ্ত হত্যার মাধ্যমে জয় হয় না। কেবল আত্মত্যাগের মাধ্যমে মানুষের গৌরব ও কল্যাণের পথে যাওয়া সম্ভব।
অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. মোস্তাফিজুর রহমান, হাসপাতালের বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।
শিল্পী মনিরুজ্জামান জানান, গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী থেকে সংগ্রহ করা ১৫ লাখ টাকা দগ্ধদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫