সাভার (ঢাকা): সাভারের উলাইলে বাস চাপায় খলিলুর রহমান (৪০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রিকশা চালক জয়পুরহাট জেলার সদর থানার সুন্দরগ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম জামিলুর রহমান।
পুলিশ জানায়, বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রিকশা চালক খলিল। এ সময় মহাসড়কে চলাচলরত নাবিল পরিবহনের একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫