কক্সবাজার: চট্টগ্রামের চন্দনাইশ থেকে ১১ হাজার ইয়াবা সহ ৪ জন পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন(র্যাব)।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দোহাজারী বাজার এলাকা থেকে ইয়াবা বেচাকেনার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ সৈয়দ আলম (৩১), মো. করিম উল্লাহ’র ছেলে মো. রহিম (৩১), সৈয়দ হোসেনের ছেলে মো. করিম হোসাইন (৪০) ও মৃত বাচা মিয়ার ছেলে মো. আনোয়ার আলী (৪৫)।
এরা সবাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারি ইউনিয়নের স্টেশন রোড়ের বাসিন্দা।
কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার এএসপি দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫