ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার ২ বছর পূর্তিতে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
নারায়ণগঞ্জে ত্বকী হত্যার ২ বছর পূর্তিতে মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দুই বছর পূর্তিতে মিছিল ও সমাবেশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে সংগঠনটি এ মিছিল-সমাবেশ করে।



সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকীর বাবা রফিউর রাব্বি, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, জেলা সিপিবি সভাপতি হাজিফুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, শ্রমিক নেতা অঞ্জন দাস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দুই বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ শেষে নারায়ণগঞ্জ ২ নং রেলগেইট থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।