খুলনা: খুলনায় রেলে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যা ৭টায় খুলনা রেলওয়ে সংলগ্ন জিআরপি থানার সামনে ঢাকা থেকে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হন।
খুলনা রেলস্টেশন মাস্টার কাজি আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫