ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাবার সামনেই বাস ধাক্কায় মারা গেলো শিশু কন্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
বাবার সামনেই বাস ধাক্কায় মারা গেলো শিশু কন্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় বাস ধাক্কায় তামান্না (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাবুল মিয়া (৩৫) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।



শুক্রবার (০৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তামান্না প্রথম শ্রেণির ছাত্রী। তাদের বর্তমান বাড়ি যাত্রাবাড়ী ধনিয়া নাসির উদ্দিন রোডে।

এ বিষয়ে বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, ’আমাদের বাসা যাত্রাবাড়ী ধনিয়া নাসির উদ্দিন রোডে। আমি পেশায় রিকশাচালক। এদিন বিকেলে মেয়েকে নিয়ে টঙ্গী গিয়েছিলাম আমার বোনের বাড়ি। ফিরে আসার সময় রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই আমার মেয়েটার জীবন গেলো। এতে আমিও হাতে আঘাতপ্রাপ্ত হলাম। ’

তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘আমার চোখের সামনেই আমার মেয়েটার জীবন গেলো। কী মর্মান্তিক মৃত্যু! সে ক্লাস ওয়ানের ছাত্রী ছিল। একটি বেপরোয়া বাস আমার সমানে তার জীবন কেড়ে নিলো!’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতাল্লেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।