ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর নওহাটা পৌর মেয়র গফুরের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
রাজশাহীর নওহাটা পৌর মেয়র গফুরের দাফন সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর সরকারের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৫টায় নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শ্রীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



এসময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সহ-সভাপতি অনিল কুমার সরকার, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হুসাইন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার, কৃষকলীগ সভাপতি মনসুর রহমান।

গত ৭ জানুয়ারি রাজশাহী পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল গফুরকে হত্যার পর র‍াজধানী ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছিলো। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে পবা থানা পুলিশের একটি দল গফুরের লাশ উত্তোলন করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার (০৬ মার্চ) ভোরে নওহাটায় লাশ নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।