গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মায়ের দায়ের করা অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান এ আদেশ দেন।
এর আগে, শুক্রবার দুপুরে মা সুফিয়া বেগমের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের নিজ বাড়ি থেকে সাইফুলকে আটক করে পুলিশ।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে সাইফুল ইসলাম তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা সুফিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে সাইফুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫