ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শান্তি চুক্তি বাস্তবায়নে আবারও সরকারকে আলটিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
শান্তি চুক্তি বাস্তবায়নে আবারও সরকারকে আলটিমেটাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য আবারও সরকারকে আলটিমেটাম দিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

শুক্রবার (০৬ মার্চ) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে শুরু হয়েছে তিন দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১০ম জাতীয় সম্মেলন।

এতে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, ৩০ এপ্রিলের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ ঘোষণা করা না হলে ১ মে থেকে অসহযোগ আন্দোলনে যাবে জেএসএস।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য মাধবী লতা চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহবায়ক বিজয় কেতন চাকমা।

সম্মেলনে জনসংহতি সমিতির তিন পার্বত্য জেলার বিভিন্ন শাখা সংগঠন ও সহযোগী সংগঠনের সদস্যরা সম্মেলনের প্রতিনিধি ও পর্যবেক্ষক যোগদান করেন।

এর আগে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সন্তু লারমা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।