ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফেনসিডিল বিক্রিকালে নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
রাজশাহীতে ফেনসিডিল বিক্রিকালে নারী আটক

রাজশাহী: ফেরি করে ফেনসিডিল বিক্রি করার সময় রাজশাহীতে এক নারীকে আটক করা হয়েছে।  

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় মহানগরীর সরকারি পিএন স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।



ওই নারী মহানগরের শেখের চক বিহারী বাগান এলাকার হারুন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, ওই নারী গত দুই দিন থেকে মহানগরের সাহেব বাজার এলাকায় ফেরি করে ফেনসিডিল বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে আসলে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ফেনসিডিল বিক্রেতা ওই নারীর সঙ্গে ক্রেতাদের মোবাইলে যোগাযোগ হতো। তাকে ফোন করা হলে ভ্যানিটি ব্যাগে করে ফেনসিডিল বহন করে পৌঁছে দিতেন তিনি।

গত দুইদিন থেকে ওই নারী সরকারি পিএন স্কুলের সামনের এলাকায় অবস্থান নিয়ে ছিলেন। মাদক ক্রেতারা সেখানে এসে তার কাছ থেকে ফেনসিডিল নিয়ে যেতো। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশের হাতে দেয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময় : ২২৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।