বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কাজল (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (o৬ মার্চ) বিকেলে শার্শা আফিল জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কাজল বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের অভয়বাস গ্রামের মৃত নূর হোসেনের মেয়ে ও খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে ইজিবাইক করে মা ও বোনের সঙ্গে চিকিৎসকের কাছে যাচ্ছিল কাজল। পথে শার্শার আফিল জুট মিলের সামনে দিয়ে যাওয়ার সময় ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন কাজল।
স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫