ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৪) ও শাহাদত আলী (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে ও কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়া এ দুর্ঘটনা ঘটে।



কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানি‌উজকে জানান, শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে দেলোয়ার শৈলকুপা থেকে মোটরসাইকেল করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করে যাওয়ার সময় রাস্তার পাশের পিলারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
 
অন্যদিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়ায় মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংর্ঘষে মাহেন্দ্র যাত্রী শাহাদত আলীর মৃত্যু হয়। আহত হন আরও চারযাত্রী।

পুলিশ লাশ দুইটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।