মেহেরপুর: গাঁজা মজুদ ও সেবনের দায়ে মেহেরপুরে জনি (৩৫) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত জনি মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯’র টেবিল ১০ (খ) ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলের দিকে গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী জনিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র আদালতে সোপর্দ করা হলে বিচারক এ আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫