ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে বোর্ডহাটে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
বদরগঞ্জে বোর্ডহাটে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই ছবি : প্রতীকী

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বোর্ডহাটে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।



শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দমকল বাহিনীর এক্টিভ লিডার কামরুল হক জানান, সন্ধ্যায় বোর্ডহাটে শহিদুল ইসলামের লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। পরে এ আগুনে ১২টি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর বদরগঞ্জ স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেখানে যুক্ত হয় নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর দমকল বাহিনীর আরো দু’টি ইউনিট।

দমকল বাহিনীর বদরগঞ্জ স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।    

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।