ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণে শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণে শিশু আহত প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে ককটেল বিস্ফোরণে সাব্বির আহমেদ (৭) নামে এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জামালপুর গ্রামের মদন পণ্ডিতের ছেলে সাব্বির আহমেদ তার বাড়ির পেছনে বাগানে খেল‍া করচ্ছিলো। এসময় শিশুটি ককটেল ভর্তি একটি পলিথিনের ব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগটি টেনে তুলতে গেলে একটি ককটেল মাটিতে পড়ে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় শিশুটি। ককটেল বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে।

পরে থানায় খবর দেন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগ থেকে সাতটি ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, কুড়িয়ে পাওয়া ককটেলগুলো নিক্রিয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।