ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাবি শিক্ষক শফিউল হত্যাকাণ্ডে রেশমা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
রাবি শিক্ষক শফিউল হত্যাকাণ্ডে রেশমা গ্রেফতার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় একই বিভাগের কর্মকর্তা নাসিমা আক্তার রেশমাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে মেহেরচণ্ডি এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি কাঁটাখালী এলাকার আবদুস সামাদ পিন্টুর স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কর্মকর্তা।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী  কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরচণ্ডি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে রেশমাকে গ্রেফতার করা হয়।

শফিউল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেশমাকে  গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২১ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তভার নগর গোয়েন্দা শাখায় স্থানান্তর করে মতিহার থানা পুলিশ।

নগর পুলিশ সূত্র জানায়, দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি মতিহার থানার পুলিশ। পরে মামলার তদন্ত ভার ডিবি পুলিশকে দেওয়া হয়।

এদিকে শিক্ষক শফিউল হত্যাকাণ্ডের পর র‌্যাব রাজশাহী ও ঢাকা থেকে ছয়জনকে গ্রেফতার করেছে।

গত বছরের ১৫ নভেম্বর রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন।

বাংলাদেশ সময় : ২৩২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।