ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসে পেট্রোল বোমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
বগুড়ায় বাসে পেট্রোল বোমা ছবি : প্রতীকী

বগুড়া: বগুড়া জেলা সদরের ভবের বাজার এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা। এতে বাসটির প্রায় সবটুকু অংশই পুড়ে গেছে।



শুক্রবার (০৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে গাড়িতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  
 
ঘটনাস্থল পরিদর্শনে আসা বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী বাংলানিউজকে জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত্ব এসে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে (বগুড়া-ব-১১-০০৮) আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তার আগেই বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

বগুড়া সদর থানার জৈষ্ঠ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গাড়িটি দাঁড় করিয়ে রাখায় সুযোগটি কাজে লাগিয়েছে দুর্বৃত্ত্বরা। পুলিশ বোমা নিক্ষেপকারীদের ধরতে তৎপর রয়েছে।   
 
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।