ঢাকা : রাজধানীর হাজারীবাগ থানা শাখার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সাধারণ সম্পাদক মো. খোকন (৩৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) রাতে হাজারীবাগের সাদেক খান রোডের পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত খোকনের স্বজনরা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরাই খোকনের ওপর হামলা চালিয়েছে।
খোকনের স্বজন মুক্তার হোসেন বাংলানিউজকে বলেন, রাতে আকস্মিকভাবে জামায়াত-শিবিরের কর্মীরা খোকনের ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে খোকনকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫