ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গুল খেয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
রাজধানীতে গুল খেয়ে গৃহবধূর মৃত্যু ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় জুঁই (২৫) নামে এক গৃহবধূ গুল খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি স্বামীর ওপর অভিমান করে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছে পরিবার।

  

শুক্রবার (০৬ মার্চ) রাত ৯টার দিকে মায়াকানন এলাকার নিজেদের ভাড়া করা বাসায় গুল খান তিনি।

জুঁইয়ের শাশুড়ি যয়নুব ও দেবর নুর মোহাম্মদ বাংলানিউজকে জানান, ঘটনার পর জুঁইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।   রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুঁইয়ের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্য মোজাম্মেল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।