ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে আলোড়িত হন জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে আলোড়িত হন জয় সজীব ওয়াজেদ জয়

ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যতবারই শুনেন, ততবারই প্রচণ্ড আবেগে আলোড়িত হন-তার নাতি সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (০৬ মার্চ) মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীপুত্র  জয় এভাবেই প্রকাশ করলেন নানার সেই বিখ্যাত ভাষণের অনুভূতি।

 

ফেসবুক টাইমলাইনে তিনি লেখেন, ‘আগামীকাল (শনিবার) ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ আমাদের জাতিকে পাকিস্তানি অবিচার, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জনে আন্দোলিত করেছিলো। প্রতিবার যখন আমি এই ভাষণটি শুনি তখন তা আমাকে প্রচণ্ড আবেগে আলোড়িত করে। ’

‘এই দিনটিতে আমরা, আওয়ামী লীগ তরুণ প্রজন্মের জন্য ‘জয় বাংলা কনসার্ট’-এর আয়োজন করেছি। আমি আশা করছি-আপনাদের অনেকেই অংশগ্রহণ করবেন। আসুন দিনটি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদযাপন করি,’—স্ট্যাটাসে লেখেন জয়।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।