যশোর: যশোর শহরে কালেক্টরেট কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (০৬ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
যশোর ফাভার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১টার দিকে লাগা এ আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে। ওই মার্কেটে কয়েকশ’ কোটি টাকার কাপড় আছে। আগুন নেভাতে বর্তমানে যশোর, মনিরামপুর ও জিকরগাছা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
ভয়াবহ এ আগুন নেভাতে আরো কয়েকটি ইউনিট পাঠানো হতে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫