ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
যশোরে কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফাইল ফটো

যশোর: যশোর শহরে কালেক্টরেট কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

 

শুক্রবার (০৬ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

যশোর ফাভার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১টার দিকে লাগা এ আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে। ওই মার্কেটে কয়েকশ’ কোটি টাকার কাপড় আছে। আগুন নেভাতে বর্তমানে যশোর, মনিরামপুর ও জিকরগাছা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ভয়াবহ এ আগুন নেভাতে আরো কয়েকটি ইউনিট পাঠানো হতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।