মৌলভীবাজার: চা-ঝরনা আর বনভূমির নয়নাভিরাম শহর শ্রীমঙ্গলে বিশ্বমানের ও দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করেছে পাঁচ তারকা হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্ট।
আন্তর্জাতিকমানের রিসোর্ট আর গলফের পর এবার মসজিদ নির্মাণ করা হয়েছে শ্রীমঙ্গল।
শুক্রবার (০৬ মার্চ) শ্রীমঙ্গলের রাধানগরে স্থাপিত মসজিদুল আউলিয়া নামের মসজিদটি উদ্বোধন করা হয়।
শুক্রবার জুমআ’র নামামের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়। নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন।
এ সময় অন্যদের মসজিদের মোতাওয়াল্লি খাজা টিপু সুলতান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সৈয়দ কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিকমানের দৃষ্টিনন্দন এ মসজিদটি বনভূমির শহর শ্রীমঙ্গলের রাধানগরে একটি টিলার ওপর নির্মাণ করা হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদ নির্মাণে দুবাই ও লন্ডনের বিভিন্ন মসজিদের স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে।
মসজিদের দেয়াল সাদা ও জানালাগুলো কালো রংয়ের। সুদীর্ঘ মিনারে যোগ হয়েছে মসজিদের রূপ-সৌন্দর্য।
মসজিদের একধারের প্রবেশ পথ সাধারণ মুসল্লি ও পর্যটকদের জন্য, যা শতাধিক সিড়ির স্তর পার হয়ে উপরে উঠতে হয়। অন্যদিকের পথ ভিআইপিদের জন্য সংরক্ষিত।
এখানে অতিথিদের জন্য দুটি রেস্ট হাউজও নির্মাণ করা হয়েছে।
এর আগে ২০১৩ সালে শ্রীমঙ্গলে নির্মাণ করা হয় ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এক বছর পূর্তি সময়েই একটি পুরস্কারে ভূষিত হয়েছে।
এদিকে এ রিসোর্টকে কেন্দ্র করে রাধানগর এলাকার মানুষের জীবনযাত্রা বেশ উন্নত হয়েছে। বেড়েছে পর্যটকের পদচারণাও।
পাঁচতারকা মানের রিসোর্টের পর বিশ্বমানের মসজিদ নির্মাণ পর্যটকদের আকৃষ্ট করতে নতুন অনুসঙ্গ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় চা দোকানি সোহাগ বাংলানিউজকে বলেন, গ্রান্ড সুলতান হওয়ার আগে এখানে এক একর (৩০ শতাংশ) জমি বিক্রি হতো ৪-৫ লাখ টাকায়। এখন একই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে।
‘দোকান-পাট বা হোটেল রেস্তোরাঁয় ব্যবসায়ী আর সিজনাল (মৌসুমী) পর্যটকদের আনাগোনা ছিল। এখন এখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে,’—যোগ করেন তিনি।
আলাপ-চারিতায় সোহাগ বলেন, এই মসজিদ উদ্বোধন উপলক্ষে এতো বেশি মানুষ এখানে এসেছে যা ভাবনাতেই ছিল না। বৃহস্পতিবার থেকে নির্ঘুম দোকান চালাতে হচ্চে। মানুষ আসছে, তাই বেচা-বিক্রিও হচ্ছে বেশি।
গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ও মসজিদুল আউলিয়া প্রতিষ্ঠান দুটির নির্মাতা ও মালিক খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন। যার চেয়ারম্যান খাজা টিপু সুলতান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫