ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ২ নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
সাঘাটায় ২ নারী মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় মাদক বিক্রির অভিযোগে শুটকি বেগম (২৭) ও বুলবুলি বেগম (৩০) নামে দুই নারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতইড় কুলিপট্টি থেকে তাদের আটক করা হয়।



আটক শুটকি বেগম ওই এলাকার আবদুল্লার স্ত্রী ও বুলবুলি বেগম একই এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ  হোসেন ছিদ্দিক বাংলানিউজকে জানান, ওই দুই নারী নিজ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।  

দুপুরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে  ৪১ বোতল ফেনসিডিল, ৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৭ হাজার ৫শ টাকাসহ তাদের আটক করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাওছার আলী জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।