ঢাকা, শুক্রবার, ১৭ মাঘ ১৪৩১, ৩১ জানুয়ারি ২০২৫, ০০ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে আগুনে পুড়েছে ব্যবসায়ীর বসতবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
গাংনীতে আগুনে পুড়েছে ব্যবসায়ীর বসতবাড়ি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে অগ্নিকাণ্ডে আনিছুর রহমান নামে এক মাছ ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকা ও আসবাবপত্রসহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।



সোমবার (০৯ মার্চ) দুপুর একটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক আনিছুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর একটার দিকে বাড়ির বিদ্যুৎ লাইনের শর্ট‍ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সঙ্গে সঙ্গে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।  

বাড়ির মালিক আনিছুর রহমান জানান, টিনের ঘর এবং ঘরে থাকা ধান, চাল ও নগদ টাকা পুড়ে গেছে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরির্দশক সেলিম রেজা বাংলানিউজকে বলেন, আগুনে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।