মেহেরপুর: মেহেরপুরে একটি হত্যা মামলায় তিন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার ( ৯ মার্চ) বিকেল ৩টার দিকে মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী খোদেজা খাতুন, তার মেয়ে কাজলী খাতুন ও প্রতিবেশী টেংরার স্ত্রী জৌতি খাতুন।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৭ সালের ৭ আগস্ট সদর উপজেলার দরবেশপুর গ্রামের তৈয়ব আলী তার প্রতিবেশী কুরবান আলীর বাড়িতে পাওনা টাকা চাইতে যান ও তার স্ত্রী ফেরদৌসী খাতুনকে মারধরের প্রতিবাদ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে এ সময় কুরবান আলীর স্ত্রী খোদেজা খাতুন, তার মেয়ে কাজলী খাতুন ও প্রতিবেশী জৌতি খাতুন তৈয়ব আলীকে শ্বাসরোধ হত্যা করে।
পরে তৈয়ব আলীর স্ত্রী ফেরদৌসী খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এএসআই) শওকত আলী দীর্ঘ দুই মাস তদন্ত করে ওই তিন জনকে অভিযুক্ত করে একই বছরের ৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন।
দীর্ঘ শুনানি ও ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।
মামলায় সরকারপক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদুল হক ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক আন্টু।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫