বগুড়া: অগ্নিকাণ্ডে প্রাণে রক্ষা পেলেও পুড়ে গেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার দিনমজুর শাজাহান আলীর (৩৫) বাড়িঘর, আসবাবপত্র, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ সবই। অসহায় ও সম্বলহীন হয়ে দরিদ্র পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
রোববার (৮ মার্চ) দিবাগত রাতের অগ্নিকাণ্ডই বদলে দিলো শাজাহানের জীবন।
প্রতিবেশীরা জানিয়েছেন, দিনমজুর শাজাহান আলী উপজেলার শাহনগর পশ্চিমপাড়ার মৃত আব্দুস সাত্তার ওরফে দুলু বাবুর ছেলে। তার বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই শিশু সানজিদা (১০) ও রিফাতকে (৭) নিয়ে কোন রকমে দিন চলে। টিনের একটি ঘরে দাদী ও নাতি-নাতনী অপর একটি ঘরে স্বামী-স্ত্রী থাকতেন। অন্য একটি ঘরে গরু-ছাগল ও হাঁস-মুরগি রাখা ছিল।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ প্রচণ্ড জোরে চিৎকার। দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখে ঘরের টিনের বেড়া ভেঙ্গে বৃদ্ধা মা খোদেজা বেওয়া, শিশু সন্তান সানজিদা ও রিফাতকে কোনো রকমে প্রাণ রক্ষা করা গেলেও ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্র, কাপড়-চোপড় কিছু্ই রক্ষা করা যায়নি। পুড়ে গেছে ৩টি ঘর।
শাজাহান বলেন, ‘অগ্নিকাণ্ডে তার দুইটি শয়ন ঘর, ১টি গোয়ালঘর, ৪টি ছাগল, ২৩টি হাস-মুরগিসহ আসবাবপত্র, কাপড়-চোপড় ও গাছ-পালা আগুনে পুড়ে বড়ই ক্ষতি হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার বাদল ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুবায়েত খান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনার জানিয়ে কিছু আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৫