ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডিসিসি ও চসিক নির্বাচন

সময় নির্ধারণে ইসির বৈঠক শিগগির

ইকরাম-উদ দৌলা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
সময় নির্ধারণে ইসির বৈঠক শিগগির

ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের সময় নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেই বহুল প্রতীক্ষিত ডিসিসি উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের সময় নির্ধারণের কথা ছিলো।

বর্তমানে মাঠ পর্যায়ের কাজ প্রায় গুছিয়ে এনেছে কমিশন। তাই চলতি সপ্তাহের শেষ দিন অথবা আগামী সপ্তাহের প্রথমেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ শিক্ষা সচিবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবেন। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ১০ মার্চেই আমাদের প্রস্তুতি শেষ হবে। এরপর কমিশন ঠিক করবে কখন নির্বাচন হবে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আগামী বুধবার বৈঠক করার কথা ছিল। কিন্তু সে দিন একটি কমিশন বৈঠক করা হবে। তাই মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে বৈঠকটি এ সপ্তাহের শেষ দিন অথবা আগামী সপ্তাহের শুরুতে হতে পারে।

সম্প্রতি সিইসির সঙ্গে সাক্ষাতের পর শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ইসি সিদ্ধান্ত নিলে এইচএসসি পরীক্ষার মধ্যেও নির্বাচনে সমস্যা নেই।
 
এদিকে সিইসি বলছে, মন্ত্রণালয় পরীক্ষা ও রোজার মধ্যে একটা গ্যাপ তৈরি করে দিতে পারলে সে অনুযায়ী নির্বাচন করা হবে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১১ জুন। আর রোজা শুরু হবে ১৮ জুন।   এদিকে চসিকের মেয়াদ শেষ হবে আগামী ২৬ জুলাই। তাই এ নির্বাচনও রোজার আগেই করা হবে। এক্ষেত্রে ডিসিসি এবং চসিক নির্বাচন একইসঙ্গে সম্পন্ন করার বিষয়টিও ভাবনায় রাখছে কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।