ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছানোয় মঙ্গলবার দেশব্যাপী বিজয় মিছিলের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে জানিয়েছেন, এই জয়ে এবং বাংলাদেশ দলের এগিয়ে চলায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
আর সারাদেশের মানুষকে এই বিজয়ের উল্লাসে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫
** বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন ।