ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সংসদে খোশগল্প, ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

শাহজাহান মোল্লা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
সংসদে খোশগল্প, ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদের ‍অধিবেশন চলাকালে কার্যপ্রণালী বিধি মানছেন না অনেক সংসদ সদস্য। প্রতিটি অধিবেশনেই এ নিয়ে স্পিকার-ডেপুটি স্পিকার এমপিদের সর্তক করেন।

তারপরেও এব্যাপারে কোনো সংসদ সদস্যরা গুরুত্ব দিচ্ছেন না।
 
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবশেনে সোমবার (০৯ মার্চ) রাতে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের সর্তক করে বলেন, আপনার দয়া করে সংসদের ‘রুলস অব প্রসিডিউর’ মেনে চলবেন। দয়া করে সবাই রুলস অব প্রসিডিউরের ২৬৬ বিধি পড়ে দেখবেন। আপনাদের বার বার বলার পরেও একে অপরের সঙ্গে কথা বলছেন। এটা বেমানান।
 
প্রথম দফায় এ কথা বলার পর  রাত সাড়ে ৭ টার দিকে আবারও সর্তক করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, আমি আপনাদের সবাইকে বলছে দয়া করে কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা পড়ে নেবেন। এটা পড়া থাকলে আপনারা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এভাবে গল্প করতে পারতেন না।
 
সংসদ অধিবেশন চলাকালে প্রতিটি কার্যদিবসেই দেখা যায়, এমপিরা নিজের আসন ছেড়ে অন্যের আসনে বসে বসে খোশগল্প করছেন। অনেকে নিজের আসন ঘুরিয়ে স্পিকারের চেয়ারকে পেছনে ফেলে গল্পে মশগুল। এ নিয়ে স্পিকার-ডেপুটি স্পিকার অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক বার।
 
গত বুধবার (০৪ মার্চ) অধিবেশন চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী নিজের আসন ছেড়ে অন্য আসনে থাকায় কথা বলার সময় মাইক বন্ধ পান তিনি।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আপনি আপনার আসনে যান। আপনার আসনে ঠিকই মাইক আছে। আপনি আসনে না থাকলে মাইক পাবেন কিভাবে?

পরে রুস্তম আলী ফরাজী নিজের আসনে গিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

** সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপিত
** রেলওয়ের প্রায় ৪ হাজার ৪০ একর জমি বেদখলে
** উন্নয়নে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
** সড়ক দুর্ঘটনায় এক বছরে ২০৬৭ প্রাণহানি
** টাইগারদের জয়ে সংসদ অধিবেশনে উৎসবের আমেজ
** হরতাল-অবরোধে পরিবহন খাতে ক্ষতি ৭০ কোটি
** সোয়া ৩ কোটি টাকা নয়-ছয়ের চেষ্টা
** রেলওয়ের প্রায় ৪ হাজার ৪০ একর জমি বেদখলে
** ‘নতুন ইতিহাস সৃষ্টি করেছি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।