ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

টাইগারদের জয়ে অস্ট্রেলিয়া হাইকমিশনের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
টাইগারদের জয়ে অস্ট্রেলিয়া হাইকমিশনের অভিনন্দন

ঢাকা: অ্যাডিলেভে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে অস্ট্রেলিয়া হাইকমিশন।

একই সঙ্গে এগারতম বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি করায় মাহমুদউল্লাহ রিয়াদকে অভিনন্দন জানানো হয়েছে।



সোমবার (০৯ মার্চ) ঢাকাস্থ ‍অস্ট্রেলিয়ান হাইকমিশনের পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, এ জয় বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ এক ধাপ এগিয়ে দিয়েছে।

১৩ মার্চ হ্যামিলটনে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশ ভালো করবে বলে কামনা করা হয় ওই বার্তায়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।