ঢাকা: অ্যাডিলেভে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে অস্ট্রেলিয়া হাইকমিশন।
একই সঙ্গে এগারতম বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি করায় মাহমুদউল্লাহ রিয়াদকে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (০৯ মার্চ) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, এ জয় বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ এক ধাপ এগিয়ে দিয়েছে।
১৩ মার্চ হ্যামিলটনে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশ ভালো করবে বলে কামনা করা হয় ওই বার্তায়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫