মাগুরা: মাগুরা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও শিশুবিশেষজ্ঞ ডা. এম এস আকবর আর নেই (ইন্নালিল্লাহে...রাজেউন)।
সোমবার (০৯ মার্চ) রাত নয়টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এম এস আকবরের ছোটভাই অ্যাডভোকেট আলী আক্তার বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার মাগুরা থেকে ঢাকা যাওয়ার পথে বিকেল সাড়ে তিনটার দিকে সাভারের কাছে পৌঁছালে এম এস আকবর শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে সর্বস্তরের জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মাগুরা শহরের মহিলা কলেজ পাড়ায় তার বাসভবনে ভিড় জমান।
তার মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সমবায় লীগ, জেলা জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশন, সুইড বাংলাদেশ প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, লালন সাংস্কৃতিক পরিষদ, উদীচী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) তার দাফন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তার পরিবারিক সূত্র জানিয়েছে।
দীর্ঘ কর্মময় জীবনে প্রফেসর ডা. এমএস আকবর ঢাকা শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হায়দার আকতার বানু মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
একজন শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে প্রথিতযশা এ চিকিৎসক রাজনীতিতেও অসমান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সাল থেকে তিনি পরপর চারবার মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুর একদিন আগে রোববার (০৮ মার্চ) মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি জেলা সভাপতি নির্বাচিত হন। এর আগে দীর্ঘ ১১ বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫ আপডেটেড: ০১৩০ ঘণ্টা|
** মাগুরার সাংসদ এমএস আকবরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক