ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপিত

জাতীয় সংসদ ভবন থেকে: কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫ উত্থাপিত হয়েছে।
 
সোমবার (০৯ মার্চ) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে ৬০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
উত্থাপিত বিলের বিধান অনুয়ায়ী খুলনা জেলায় বিশ্ববিদ্যায়টি প্রতিষ্ঠিত হবে। এই বিলে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ছাড়াও বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানের সুযোগ রাখা হয়েছে। নিজস্ব শিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রমসমূহ প্রণয়নের ক্ষমতাসহ একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় থাকবে ছাত্রবাস। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সেন্ডিকেট ও একডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হবে।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সংযুক্ত বিবৃতিতে বলা হয়েছে, কৃষি বিষয়ে উচ্চতর শিক্ষার প্রসার, দেশিয় কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে বিশ্বমানের প্রযুক্তি প্রয়োগ-সম্প্রসারণ করার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুলনা অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।