ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

উখিয়া-নাইক্ষ্যংছড়ি থেকে ৩০ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
উখিয়া-নাইক্ষ্যংছড়ি থেকে ৩০ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গাকে আটক করে বিজিবি-১৭ এর একটি দল।



কক্সবাজার বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ন্দকার সাইফুল আলম বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হবে।

তিনি আরো জানান, এরআগে বিকেল সাড়ে ৪টার দিকে অপর এক অভিযানে মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকা থেকে ১৬ রোহিঙ্গাকে ‍আটক করা হয়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।