ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

টাইগারদের জয়ে উল্লসিত খুলনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
টাইগারদের জয়ে উল্লসিত খুলনা মানজারুল ইসলাম/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-সবুজের বাংলাদেশ। স্বপ্ন-পূরণের পাশাপাশি ইতিহাসেও জায়গা করে নিল টাইগাররা।

টাইগারদের এই জয়ে পুরো দেশের সঙ্গে মেতেছিল খুলনাও।

সোমবার (০৯ মার্চ) বিকেলে সূর্য ডোবার আগেই বাংলাদেশের জয়ে খুলনার রাজপথে উল্লাসে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ।

টাইগারদের সমর্থনে ঢাক-ঢোল ও জাতীয় পাতাকা নিয়ে বের হয়ে বিজয় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন তারা। চলে আঁতশ বাজি ও পটকা ফোটানো আর রঙের খেলাও।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও অংশ নেন পাড়া-মহল্লার বিভিন্ন বয়সের উৎসুক হাজারো মানুষ।

সোমবারের খেলার শুরু থেকেই ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার প্রত্যাশা ছিল সবার। বিকেল গড়াতেই যেন সেই প্রত্যাশা রূপ নিল প্রাপ্তিতে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান বাংলানিউজকে বলেন, বাংলাদেশের মানুষের মনের কথা আল্লাহ পূরণ করেছেন। যার কারণে আজকের খেলা ইতিহাসে জায়গা পেয়েছে।

undefined



‘বাংলাদেশ একটি বড় বাধা পেরিয়েছে। ইংল্যান্ডের মতো শাক্তিশালী দলকে হারিয়েছে। এর মতো খুশির সংবাদ আর কি হতে পারে। তাই তো আমরা উল্লাসে মেতেছি,’—এভাবেই বলেন উল্লাসে মাতোয়ারা খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান।

বাইতিপাড়া এলাকার রিকশাচালক আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশ দল বিজয়ী হওয়ায় তিনি নিজেও রিকশাচালকদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করেন ।
বাংলাদেশের অভূতপূর্ব বিজয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।  

বাংলানিউজকে তিনি বলেন, মেধা ও যোগ্যতায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা বিশ্বের কারো চেয়ে কম নয়, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরে ইতিহাস গড়ে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে সেটাই প্রমাণ করে দিয়েছে। ‍

বাংলাদেশ দল দেশের লাল-সবুজের পতাকাকে বিশ্বের দরবারে আরও উঁচুতে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, কোয়ার্টার ফাইনালসহ সামনের দিনগুলোতে আরও ভালো খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।