ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবক গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবক গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় বাবু (২৫) ও আরিফুর রাহমান রাজন (২৪) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (০৯ মার্চ) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।



তাদের বোন অভি বাংলানিউজকে বলেন, খিলগাঁও গোড়ান অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন ৮ নম্বর গলিতে আমার ভাইদের দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আমি উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। তবে কে বা কারা গুলি করেছে আমি সে বিষয়ে আমি কিছুই জানি না।

মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ‍বাংলানিউজকে জানান, বাবু এবং রাজন নামে দুই যুবকের পায়ে গুলি লেগেছে। তাদের কাছ থেকে পাওয়া ঘটনার বর্ণনায় অসংলগ্নতা রয়েছে। ইতোমধ্যে খিলগাঁও থানায় খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।