ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

আইসিসি সভাপতি

টাইগারদের হাতে ফাইনাল ট্রফি তুলে দেবো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
টাইগারদের হাতে ফাইনাল ট্রফি তুলে দেবো

ঢাকা: মার্চ মাসের ২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ খেলবে এবং বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
 
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বসুর পাঠানো এক বিবৃতিতে আইসিসি সভাপতি বলেন, ফাইনালে বিজয়ী হিসেবে আমি বাংলাদেশের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবো।

সবশেষে আবারও বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানাচ্ছি।
 
তিনি বলেন, ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনালে ওঠায় তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

খেলা শেষে উচ্ছ্বসিত আ হ ম মুস্তফা কামাল বলেন, আজ (সোমবার) আমাদের ক্রিকেট দল বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। আমি ওদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাই। আমি এই কামনাও করি, যাতে করে এবারের বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ সফলতা দেখায় এবং বিশ্বকাপে ট্রফি জেতে।
 
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।