নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় হাজী মোতালেব খান কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগলে নেভাতে গিয়ে ৫জন আহত হন।
স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কলোনি এবং টিনসেট মার্কেটে ছড়িয়ে পড়ে বসত ঘর এবং মার্কেটের দোকান পাট পুড়ে ছাই হয়ে যায়।
কলোনিতে কাঁচপুরের শিল্প কারখানা ওপেক্স অ্যান্ড সিনহা, নাসা গ্রুপ ও স্কয়ার গার্মেন্টের শ্রমিকেরা ভাড়া থাকতো।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক রবিউল ইসলাম ও মুসা মিয়া জানান, রোববার অনেকেই বেতন পেয়েছিল। আগুনে অনেকের ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি বেতনের টাকাও পুড়ে গেছে।
মার্কেটের দোকান মালিক তোফাজ্জল হোসেন ও আকবর হোসেন জানান, আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে।
কলোনির মালিক হাসান খান জানান, অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তানভীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
** নারায়ণগঞ্জে কলোনিতে ভয়াবহ আগুন