যশোর: যশোরে কাঠেরপুল মসজিদ মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (০৯ মার্চ) রাত ২টার দিকে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুমার কুণ্ডু বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের জেস প্রিন্টার্স ছাড়াও কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘন্টা, মার্চ ১০, ২০১৫