ফেনী: ফেনীর জেলার ছাগলনাইয়া উপজেলায় মঙ্গলবার (১০ মার্চ) অর্ধদিবস ধর্মঘট ডেকেছে স্বর্ণ ব্যবসায়ীরা।
সোমবার (০৯ মার্চ) দিনগত রাতে স্বর্ণ ব্যবসায়ী জসিম উদ্দিন পাটোয়ারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়।
ছাগলনাইয়া বাজার জুয়েলার্স সমিতির সভাপতি ও পৌর প্যানেল মেয়র মো. ইউসুফ ধর্মঘটের তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্মঘটের সঙ্গে বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আবু আহম্মদসহ সব ব্যাবসায়ীরা একাত্মতা জানিয়েছেন।
শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এই ব্যবসায়ী নেতা।
সোমবার রাত ৮টার দিকে পটোয়ারীর জুয়েলার্স’র মালিক জসিম উদ্দিন পাটোয়ারীকে ছাগলনাইয়া উপজেলা কমপ্লেক্স এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫