ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জা ফখরুল অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
মির্জা ফখরুল অসুস্থ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ।

তাকে যে কোনো সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হতে পারে।



সোমবার দিনগত গভীর রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সুইডেন বিএনপি সভাপতি ডা. রুবেল সাজিদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ডা. রুবেল বলেন, জাতীয়তাবাদী দলের গণআন্দোলন, গণমানুষের আন্দোলন, আর এই আন্দোলনকে সফল করতে মির্জা ফখরুল আপ্রাণ চেষ্টা করেছেন এবং স্বৈরাচারী আওয়ামী সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে, আর অত্যাচার করেছে।

তিনি বলেন, অত্যাচারের ফলে মির্জা ফখরুল আজ গুরুতরভাবে অসুস্থ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের জন্য ডা. রুবেল সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

সুইডেন বিএনপির সভাপতি ডা. রুবেল সাজিদ ও সাধারণ সম্পাদক মাসুদুল হক হিমু মির্জা ফখরুলের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।