নীলফামারী: নীলফামারীর দারোয়ানীতে মোসাদ্দেক আলী টুলু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ধান খেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
টুলু চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী গ্রামের জাপান আলীর ছেলে।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ধান খেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে যুবকের বাম চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসএইচ