চাঁদপুর: চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় পারিবারিক কলহের জের ধরে সালমা বেগম (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে।
বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর মডেল থানা পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত সালমা শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত আ. খালেকের মেয়ে।
এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মৃতের স্বামী আ. গফুর (৪০)।
সালমার ছোট ভাই সাইফুল বেপারি বাংলানিউজকে জানান, সংসারে অভাব-অনটন থাকায় প্রায়ই স্বামীর সঙ্গে তার বোনের ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও ঝগড়া হয় তাদের। এ সময় তিনি (সাইফুল) পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে জেগে ফ্যানের সঙ্গে বোনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
তিনি আরো জানান, ভোরেই তার ভগ্নিপতি আ. গফুর পালিয়ে যান। তিনি ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ফল বিক্রেতা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআর