ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
যাত্রাবাড়ীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ধলপুর রোডে মো. আজিজ (২৪) নামে এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, আজিজ ধলপুর রোডের শিকদার ফার্নিচারে কাজ করতেন। সকাল সাড়ে দশটার দিকে দোকানের ভেতরে তাকে কাঠ কাটার বাটালি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
 
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ট) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এজেডএস/আরইউ/আরএম
 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।