ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বাংলাদেশের পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সন্তোষ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট / ফাইল ফটো

ঢাকা: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে চার দেশের পক্ষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।



বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বার্ণিকাট এবং কানাডিয়ান হাইকমিশনার বেনোয়িত পিয়েরে লারামি, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন ও অস্ট্রেলীয় হাইকমিশনার এইচইমি গ্রেগ উইলক।

সাংবাদিকদের বার্নিকাট আরো বলেন, সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও বাংলাদেশে এখনো নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নেওয়া পদক্ষেপ বজায় রাখার আহ্বান জানিয়ে বার্নিকাট বলেন, বাংলাদেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে তার দেশের পক্ষ থেকে সেদেশের নাগরিকদের কোনো বাধা দেওয়া হয়নি।

মার্কিন এ কূটনীতিক বলেন, আমাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ ও যাতায়াতে বর্তমানে কোনো বাধা নেই। বাংলাদেশে মার্কিনিদের যে বিনিয়োগ রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এজন্য আমরা দু’টি পরামর্শমূলক সতর্কতা জারি করেছি। এ সতর্কতা অব্যাহত থাকবে। আমরা কোনো রেড অ্যালার্ট জারি করিনি।

বাংলাদেশ নিয়ে তার অবস্থান তার তাদের দেশের সরকারের পলিসি বলেও বার্নিকাট জানান।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা জানালেও সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলীয় হাইকমিশনার।

তিনি বলেন, তারা অনুমাননির্ভর কথা বরছেন। আমি তাদের কাছে তথ্য থাকলে তা খোলাসা করতে বলেছি। তারা সুর্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে তারা সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন।

মন্ত্রী বলেন, সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে কিনা তা কূটনীতিকরা জানতে চেয়েছেন। আমরা বলেছি, চলমান থাকবে।

দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় আইএস কিংবা কোনো মৌলবাদী জঙ্গির কথা তারা বলেননি। আমরাও বলেছি এতে আইএস বা জঙ্গিদের জড়িত থাকার কোনো ক্লু পাইনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, খুব তাড়াতাড়ি বিদেশি হত্যার রহস্য উন্মোচন করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫/আপডেট: ১২৩৯ ঘণ্টা/আপডেটেড: ১৪০২ ঘণ্টা
এসএমএ/এসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।