ঢাকা: সরকারি কেনাকাটা, স্বর্ণ চোরাচালান, রাষ্ট্রায়ত্ব ব্যংকিং খাত ও দুদকের কার্যক্রম- এই চারটি বিষয়ে এশিয়া প্যাসিফিক গ্রুপের (এপিজি) অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার (২১ অক্টোবর) হেয়ার রোডের সরকারি বাসভবনে এপিজি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
মুহিত বলেন, এপিজি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে। এসব বৈঠকের এ চারটি বিষয়ে অনিয়ম উঠে এসেছে বলে তারা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসই/আরএম